_copy_640x360-2023-04-13-22-02-00.jpg)
সাত বছর পর সৌদিতে খোলা হলো ইরানের দূতাবাস।
সম্প্রতি চীনের মধ্যস্থতায় হওয়া এক চুক্তির আওতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক ফের স্বাভাবিক করার পর্যায়ে আছে। এই দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা শক্রতা মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন সংঘাতে পরস্পর বিরোধী পক্ষগুলোকে ইন্ধন যুগিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের একটি প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছেছে। এর কয়েক ঘণ্টা পর দেশটির কূটনৈতিক মিশনটির গেইট খোলা হয়।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রিয়াদ ও জেদ্দায় দূতাবাস ও কনস্যুলেট চালু করার জন্য ইরানের প্রতিনিধি দলটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আপনার মূল্যবান মতামত দিন: