
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ভ্লাদিমির কারা-মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে রুশ আদালত। রাষ্ট্রদ্রোহ ও ইউক্রেনে চলা রাশিয়া আগ্রাসনের সমালোচনার জেরে সোমবার তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: বিবিসি
দেশটির সেনাবাহিনী সম্পর্কে ‘মিথ্যা’ তথ্য ছড়ানো, ভিন্নমতের লোকদের দমন-পীড়নের সমালোচনা ও একটি ‘অবাঞ্ছিত সংস্থার’ সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে । পরে তাকে বন্দি করা হয় এবং দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়।
তিনি বলেন, আমি বিশ্বাস করি সেই দিন আসবে, যখন আমাদের দেশকে ঘিরে থাকা অন্ধকার দূর হবে। তখন আমাদের চোখ খুলে যাবে এবং আমন তখন কাঁপতে থাকব। কারণ জনগণ বুঝতে পারবে অতীতে কী অপরাধ করা হয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: