
ইলন মাস্কের বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেসএক্স-এর নতুন রকেট স্টারশিপের প্রথম উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।
স্টারশিপ এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় রকেট, যা ১০০ জনকে বহন করতে সক্ষম। স্পেসএক্সের সিইও ইলন মাস্ক বিশ্বাস করেন, তার মহাকাশ যান মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে সক্ষম হবে।
সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের ‘বোকা চিকা’ ফ্যাসিলিটি থেকে রকেটটির প্রথম অরবিটাল ফ্লাইটের কথা ছিল। সেটি স্থগিত করে একটি পরীক্ষামূলক রিহার্সালের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: