
পাবনা জেলার আমিনপুর থনার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের আজ ২৯ রমজান ( ২১ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সাবেক শিক্ষার্থীদের আগমনে স্কুল মাঠে এক মিলমেলায় পরিণত হয়।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সাধারণত তিন স্তরবিশিষ্ট। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। এই তিন স্তরের মাঝে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সাধারণত নিজের এলাকায় থাকলেও উচ্চশিক্ষার স্তরের জন্য সবাইকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয়। ঠিক তেমনি ভাবেআমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ব্যাচের সকল শিক্ষার্থী এসএসসি পাশের পর উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সবাই ঈদের ছুটিতে নিজের এলাকায় ফিরে আসে। আর এই সুবাদে সবার একত্রিত হওয়ার এক সুন্দর মাধ্যম ইফতার মাহফিল।
এই বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থী মো. সিয়াম বিশ্বাস বলেন, প্রতি বছর এই সময় সবার ছুটি থাকায়। আমরা এই ইফতার মাহফিলের মাধ্যমে সব বন্ধুরা একে অপরের সাথে দেখা করি।
আকাশ নামে আরেক জন শিক্ষার্থী বলেন, আজ এমন বন্ধুর সাথে দেখা হয়েছে যার সাথে আমর গত তিন বছর দেখা হয় নাই। নানা ব্যাস্ততার কারণে অনেকের সাথে দেখা হয় না যোগাযোগও হয় না কিন্তু এই ইফতার মাহফিলের মাধ্যমে সব বন্ধুদের সাথে যোগাযোগ হয়।
প্রতিবছরের ন্যায় এবারও ২০১৭ ব্যাচের ইফতার মাহফিল ও এক মিলন মেলার আয়োজন হয়। যেখানে অর্ধ শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত হয়।
এসময় অনেকেই স্কুল জীবন এবং বন্ধুত্ব নিয়ে অনেক কিছু ব্যক্ত করেন।
সব শেষে ছোট্ট বেলার বন্ধুত্ব কখোনো হারিয়ে যায় না । চোখের আড়াল হলে ও মনের আড়াল নয় । আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের বন্ধুত্ব টিকে থাকুক আজীবন।
আপনার মূল্যবান মতামত দিন: