ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ১৬:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ১৬:৩৪

রাশিয়ার একটি গ্রামে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলায়। এতে করে দুইজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক ওবলাস্ট এলাকায়  এই ক্ষেপণাস্ত্র হামলা হয়।

ব্রায়ানস্ক ওবলাস্টের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তবর্তী সুজেমকা গ্রামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের এই হামলার ফলে দুর্ভাগ্যজনকভাবে দু'জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: