ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আবারও কিয়েভে রাশিয়ার বিমান হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৩ ১৮:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ মে ২০২৩ ১৮:১১

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণে জাপোরিঝিয়া এবং ওডেসাতেও হামলা হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে নেদারল্যান্ডে রয়েছেন। তার অপ্রত্যাশিত সফরের অংশ হিসেবে দ্য হেগে বক্তৃতা দেওয়ার সময় এ বিমান হামলা চালানো হয়েছে। তিনি সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিনে হামলা চালানোর কথা অস্বীকার করে হেগে বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, আমরা মস্কো বা পুতিনের ওপর কোনও হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহরকে রক্ষা করতে লড়াই করছি। কথিত ওই ড্রোন হামলার পর রাশিয়া প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

 
 


আপনার মূল্যবান মতামত দিন: