
ভারতের মধ্যপ্রদেশে এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করেছেন প্রতিবেশী আরেকটি পরিবারের সদস্যরা। শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
প্রদেশটির লেপা গ্রামে ধীর সিং তোমার ও গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে বিরোধের জেরে সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।
আজকের হত্যাকাণ্ডে জড়িত আটজনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: