ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইমরানের জন্য আদালত ইসলামাবাদ পুলিশ লাইনসে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৩ ২২:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৩ ২২:২৭

আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতি মামলায় বিচারকের সামনে হাজির করার প্রস্তুতি চলছে। ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্ট হাউজে আদালত বসবে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী। 

 তিনি বলেছেন, ইমরান সমর্থকদের দূরে রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ইমরান খানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন এ আইনজীবী।

 

এদিকে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সকাল থেকেই পুলিশ সদরদপ্তরের সামনে জড়ো হয়েছেন। তাদের সামাল দিতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।   

 



আপনার মূল্যবান মতামত দিন: