ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিশ্ব ঐতিহ্যস্থল স্বীকৃতি দিতে পারে শান্তিনিকেতনকে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৩ ০০:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩ ০০:২৫

 রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন স্থান করে নিতে পারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থল (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) হিসেবে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষান রেড্ডি বুধবার টুইটে এ তথ্য জানান।

টুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেতে পারে। আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা আইকোমস (ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মনুমেন্টস অ্যান্ড সাইটস)-এর পক্ষ থেকে শান্তিনিকেতনের নাম সুপারিশ করা হয়েছে। আইকোমসের পরীক্ষায় পাসের পরে শান্তিনিকেতনের স্বীকৃতি মোটামুটি নিশ্চিত।

 


আপনার মূল্যবান মতামত দিন: