odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd December 2025, ২৩rd December ২০২৫

কারাগারে বিষ প্রয়োগে আমাকে হত্যা আশঙ্কা ইমরান খানের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ May ২০২৩ ০০:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ May ২০২৩ ০০:৩৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান  বলেছেন, কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হতে পারে।

বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনসে গঠিত বিশেষ আদালতে তোলা হয় ইমরানকে। সেখানে তিনি ওই শঙ্কার কথা প্রকাশ করে আদালতকে বলেন, 'কারা কর্তৃপক্ষ একটি ইনজেকশন দেয়, যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে।'

আদালতে শুনানি চলাকালে ইমরান তার চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের মাধ্যমে চিকিৎসা নেওয়ার দাবি জানান। 'শাস্তিমূলক চিকিৎসা’ এড়াতে চান বলেও উল্লেখ করেন তিনি।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন: