ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, ভালুকায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৭ ২০:৩১

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৭ ২০:৩১

 

জঙ্গি আস্তানা সন্দেহে ভালুকার কাশরে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে বিস্ফোরণের পর একজন নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ওই বাড়িতে আর কেউ নেই।
এএসপি রায়হানুল বলেন, ‘বিস্ফোরণের পর থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই বাড়িতে আর কেউ নেই বলে জানতে পেরেছি। বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’



আপনার মূল্যবান মতামত দিন: