ঢাকা | সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

যুদ্ধবিমান মিগ-২১ বসিয়ে দিল ভারত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৩ ০১:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩ ০১:৫৮

একের পর এক দুর্ঘটনার কবলে পড়ায় মিগ-২১ বাইসনের পুরো বহরকে আপাতত গ্রাউন্ডেড (বসিয়ে দেওয়া) করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সম্প্রতি রাজস্থানে একটি মিগ ২১ বিমান বিধ্বস্ত হয় এতে ৩ জনের মৃত্যু হয়। তারপর ভারতীয় বিমান বাহিনী মিগগুলো বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের দুর্ঘটনার তদন্ত এখনও চলছে। সেহেতু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই মিগগুলো আপাতত গ্রাউন্ডেড থাকবে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রায় পাঁচ দশক আগে রাশিয়ার তৈরি মিগ-২১ বিমানগুলি ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এই জেটগুলোর অধিকাংশই পুরোনো হয়ে গিয়েছে। ফলে ধীরে ধীরে এই বিমানগুলোকে বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে বিমান বাহিনী।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: