odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 29th January 2026, ২৯th January ২০২৬

এলিমিনেটর ম্যাচে লখনউকে হারাল মুম্বাই

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৫ May ২০২৩ ১৪:৩৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৫ May ২০২৩ ১৪:৩৮

লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের উঠল মুম্বই ইন্ডিয়ান্স। আগামী শুক্রবার হার্দিক পাণ্ডের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফাইনালে যাওয়ার লড়াই রোহিত শর্মাদের।

বুধবার প্রথমে ব্যাট করে রোহিতরা করেন ৮ উইকেটে ১৮২ রান। জবাবে লখনউয়ের ইনিংস শেষ হল ১০১ রানে। বুধবারের চেন্নাই দেখল দুই জোরে বোলারের দাপট। লখনউয়ের নবীন উল হককে অবশ্য ছাপিয়ে গেলেন মুম্বইয়ের আকাশ মাধওয়াল। মূলত তাঁর অনবদ্য বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করল লখনউ। মাত্র ৫ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৫ উইকেট। যা কি না আন্তর্জাতিক ম্যাচ না খেলা কোনো ক্রিকেটারের এটাই প্রথম। 

আগামীকাল শুক্রবার রাত ৮ টার সময় দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাতের মুখোমুখি হবে মুম্বাই। 



আপনার মূল্যবান মতামত দিন: