ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কূটনৈতিক সম্পর্ক গড়বে সৌদি-কানাডা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৩ ০০:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৩ ০০:০০

আবারও কূটনৈতিক সম্পর্ক গড়তে যাচ্ছে সৌদি আরব এবং কানাডা।মঙ্গলবার দুই দেশই বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের মধ্যে সমস্ত কূটনৈতিক সম্পর্ক নতুন করে তৈরি হবে।

একসময় কানাডার সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু ২০১৮ সালে সেই সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যায়। রিয়াদ থেকে ফিরে যান কানাডার রাষ্ট্রদূত। কিন্তু আবারও  গড়তে যাচ্ছে সম্পর্ক।

দুই দেশের বাণিজ্যিক চুক্তিও নতুন করে কার্যকর হবে।সৌদিতে কয়েকজন কানাডার মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়।

কানাডা জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক ফেরোনার আগে ওই বন্দিদের মুক্তি দিতে হবে।তাদের মুক্তি দেওয়া হবে বলেও সৌদি জানিয়েছে।

সৌদির সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক ভূ-রাজনীতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্বের সঙ্গে আরব দুনিয়ার সম্পর্ক নিয়ে পৃথিবীজুড়ে নানা আলোচনা চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: