ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৩ ১৯:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৩ ১৯:৩০

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে আগামী ১৪ জুন থেকে ট্রেন অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে কোনো আসনের টিকিট পাওয়া যাবে না। 

আজ মঙ্গলবার রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ২৯ জুন ঈদ ধরে পরিকল্পনা সাজানো হয়েছে। ঈদকেন্দ্রিক রেলের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে।

এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন: