
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন যেন না হয় সেজন্য তারা হইচই করতে থাকে। সব সময় আমরা এমনটা দেখেছি।
আজ শনিবার (১০ জুন) দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্য-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন এলেই অনেক স্রোত, কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তাই এই কাজগুলো করে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: