
ফিলিস্তিনকে জাতিসংঘের ‘পূর্ণ সদস্য’ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধ করা সম্ভব নয় বলে মত দিয়েছেন তিনি।
বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বেইজিংয়ে বৈঠকে জিনপিং এসব কথা বলেন।সম্প্রতি বেইজিংয়ের মধ্যস্থতায় আরব দেশগুলোর মধ্যে যোগাযোগ এবং আশ্চর্যজনকভাবে সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। এই সফলতার পর চীনের প্রেসিডেন্ট এ আহ্বান পুনর্ব্যক্ত করলেন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস এবং রাশিয়ার ক্ষয়প্রাপ্ত অবস্থানের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের ভূমিকা জোরালো করতে চায় বেইজিং।
বৈঠকে জিনপিং বলেন, জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার ব্যাপারে ফিলিস্তিনকে সমর্থন করে চীন। সংঘাত থেকে বেরিয়ে আসার মৌলিক উপায় হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। গ্রেট হল অব পিপলে অনুষ্ঠানে আব্বাসকে উদ্দেশ করে জিনপিং বলেন, আজ আমরা যৌথভাবে চীন-ফিলিস্তিন কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা করছি। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এ সময় তিনি আব্বাসকে ‘পুরোনো এবং ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: