odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫

ভারতীয় সেনারা অভিযানে সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ June ২০২৩ ২১:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ June ২০২৩ ২১:৩৩

সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। রাতভর যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালিয়ে সিকিমে আটকে হয়ে পড়া দেশি বিদেশি প্রায় সাড়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করে দেশটির সেনারা।

উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বিদেশি পর্যটকরাও আছেন। 

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, পর্যটকদের উদ্ধারের সময় সেনা সদস্যদের রীতিমত উত্তাল নদী পার হতে হয়েছে। অনেকে হোটেলে অবরুদ্ধ থাকলেও ধসের কারণে বহু পর্যটক সড়কে গাড়ির মধ্যেই আটকা পড়েন। দীর্ঘ সময় খাবার ও পানির অভাবে তাদের অনেকের অবস্থা বেশ নাজুক ছিল। অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তাদের উদ্ধারের পর গরম খাবার, তাঁবু এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 

 
 


আপনার মূল্যবান মতামত দিন: