ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০২:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০২:৪৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেনে বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের মধ্যে এই বৈঠক হয়। 

সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে ‘ফলাফল নির্ভর’ বলে আখ্যায়িত করেন।

ব্লিনকেন শুরুতে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করেন। তিনি বলেন, ‘ধীরগতির সংবাদের দিন।’ 

শি জিনপিংয়ের সঙ্গে দিপাক্ষিক বৈঠকে দুই পক্ষের নানাবিধ স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘সম্পর্ক ঠিকঠাক রাখা দুই রাষ্ট্রেরই দায়িত্ব।’

তাইওয়ান প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করি না। এ নিয়ে আমাদের নীতি পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে বিশ্বাস করে। সরকার একটিই, সেটি হচ্ছে চীনের সরকার।’

 



আপনার মূল্যবান মতামত দিন: