
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেনে বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের মধ্যে এই বৈঠক হয়।
সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে ‘ফলাফল নির্ভর’ বলে আখ্যায়িত করেন।
ব্লিনকেন শুরুতে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করেন। তিনি বলেন, ‘ধীরগতির সংবাদের দিন।’
তাইওয়ান প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করি না। এ নিয়ে আমাদের নীতি পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে বিশ্বাস করে। সরকার একটিই, সেটি হচ্ছে চীনের সরকার।’
আপনার মূল্যবান মতামত দিন: