ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হজ চলাকালে মসজিদে নববীতে দৈনিক জমজমের ৪০০ টন পানি বিতরণ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ২০:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ২০:১৫

পবিত্র হজ চলাকালে সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববীতে প্রতিদিন ৪০০ টন জমজম কূপের পানি বিতরণ করা হচ্ছে। মসজিদ প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় ১০ হাজার কনটেইনারে করে এই পানি বিতরণ করা হচ্ছে। 


মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র মসজিদটিতে জমজম পানির চাহিদা বাড়লে যাতে সরবরাহ ঠিক থাকে সেজন্য আরও পাঁচ হাজার কনটেইনার প্রস্তুত রাখা হয়েছে।


একবার পান করার মতো ছোট ছোট ৮০ হাজার বোতল জমজমের পানি দৈনিক মসজিদে নববীর সাতটি জায়গায় মুসল্লিদের মাঝে বিতরণ করা হচ্ছে। মসজিদের ভেতরে, ছাদে ও আশপাশের জায়গাগুলোতে ৫৩০ জন এই পানি বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: