_copy_640x360-2023-06-26-20-23-23.jpg)
ভারতের কর্নাটকে স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে সন্দেহে প্রতিশোধ স্পৃহায় বন্ধুর গলা কেটে রক্ত পান করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গুরুতর আহত ওই বন্ধু জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্নাটক রাজ্যের চিক্কাবল্লাপুরে ঘটেছে ভয়ঙ্কর এ ঘটনা আর তা ক্যামেরায় ধারণ করেছেন এক প্রত্যক্ষদর্শী।
পুলিশ জানিয়েছে, বিজয়ের সন্দেহ ছিল তার স্ত্রীর সঙ্গে বন্ধু মারেশের অবৈধ সম্পর্ক আছে। ১৯ জুন বিজয় কিছু কাজের অজুহাতে মারেশকে ডেকে আনেন। এ সময় মারেশকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন বিজয়। তাদের তর্কাতর্কির এক পর্যায়ে রাগে উন্মত্ত বিজয় একটি ধারালো অস্ত্র দিয়ে মারেশের গলা কেটে ফেলে বলে অভিযোগ। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে, বিজয়কে দেখা গেছে মারেশকে ধরে আছেন, যা দেখে মনে হচ্ছে তিনি তার বন্ধুর রক্ত পান করছেন।
এতে আরও দেখা যায়, গলা কাটা অবস্থায় মারেশ পড়ে আছেন আর বিজয় তাকে প্রশ্নবাণে জর্জরিত করছেন। এক পর্যায়ে মারেশ জিজ্ঞেস করেন, বিজয় তাকে মেরে ফেলবেন কিনা।
আপনার মূল্যবান মতামত দিন: