_copy_640x360-2023-06-26-20-30-10.jpg)
জাপান ও তাইওয়ানসহ এশিয়ার আকাশে নজরদারি বেলুন উড়িয়েছে চীন। বিবিসি প্যানোরমার অনুসনন্ধানে এর প্রমাণ মিলেছে।
জাপান তাদের আকাশসীশায় একাধিক বেলুন ওড়ার তথ্য নিশ্চিত করেছে এবং এগুলোকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে।
বিবিসির পক্ষ থেকে প্রমাণ উপস্থাপন করা হলেও চীন তা স্বীকার করেনি।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়া নিয়ে দুই ক্ষমতাধর দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। মার্কিন উপকূলে একটি চীনা বেলুন গুলি করে ভূপাতিত করাও হয়।
আপনার মূল্যবান মতামত দিন: