ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় বাংলাদেশের নিন্দা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ১৭:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ১৭:৪৫

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরাইলের আক্রমণ এবং আগ্রাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ। সেইসঙ্গে ইসরাইলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তি বারবার লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

এ ধরনের হামলার সমাপ্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: