ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পারমাণবিক কেন্দ্রে পাল্টা হামলার সতর্কতা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ০২:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ০২:৫৭

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও সতর্কতা দিয়েছেন, ইউরোপের সর্ববৃহৎ জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রুশ সেনারা কেন্দ্রের ছাদে বিস্ফোরকসদৃশ বস্তু স্থাপন করেছে বলে দাবি করেছেন তিনি।


গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানিয়েছেন, পারমাণবিক কেন্দ্রের কয়েকটি পাওয়ার ইউনিটে এসব বিস্ফোরক স্থাপন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে এ ‘ঝুঁকিপূর্ণ উস্কানির’ ব্যাপারে অবহিত করেন জেলেনস্কি। তিনি জানান, মাখোঁ জানিয়েছেন, ‘আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে কাজ করে এ বিষয়টি সর্বোচ্চ নিয়ন্ত্রণে’ রাখার ব্যাপারে কাজ করবেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: