_copy_640x360-2023-07-06-21-08-28.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার করা হয়েছে। দেশটির সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে গত রোববার এই মাদক উদ্ধার করে।
হোয়াইট হাউজের যে অংশে পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল সেখান থেকে সিক্রেট সার্ভিস এজেন্টরা নিয়মিত পরিদর্শনকালে এ মাদক খুঁজে পান। সন্দেহভাজন পাউডার পাওয়ার পর তা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরেই প্রাথমিকভাবে পরীক্ষায় এসব পাউডার কোকেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন কর্মকর্তা গত মঙ্গলবার নিশ্চিত করেন।
ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে ছিলেন না। সেইসময় বাইডেন ও তার পরিবার ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অবস্থান করছিলেন।
এ ঘটনা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
আপনার মূল্যবান মতামত দিন: