odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

গ্রাহক পর্যায়ে সাড়ে ১০ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আরইবি’র

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৭ September ২০১৭ ১৮:৩৫

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৭ September ২০১৭ ১৮:৩৫

গণশুনানিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১০ দশমিক ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এছাড়া ডিমান্ড চার্জ ও সার্ভিস চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হয়। অন্যদিকে, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরী মূল্যায়ন কমিটি ইউনিট প্রতি দাম সাত দশমিক ১৯ শতাংশ বা ৪৪ পয়সা বাড়ানোর পক্ষে অভিমত দিয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) কাওরান বাজারে টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে আয়োজিত ধারাবাহিক গণশুনানির তৃতীয় দিনে এই প্রস্তাব করা হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আরইবির মেজর জেনারেল চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য রহমান মুরশেদ, মাহমুদউল হক ভুইয়া, আব্দুল আজিজ খান ও মিজানুর রহমান,  সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স,  ক্যাবের জ্বালানি উপদেষ্টা প্রফেসর ড. শামসুল আলম। 



আপনার মূল্যবান মতামত দিন: