ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মাইলফলকের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ২১:৫২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ২১:৫২

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। এজন্য তার প্রয়োজন আর মাত্র দুই উইকেট। 

সংক্ষিপ্ত ভার্সনের ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে আজ শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন তাসকিন।

ইতোমধ্যে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। ৫২ ম্যাচের ৫০ ইনিংসে ১৩৪৯টি ডেলিভারিতে তার শিকার ৪৮টি।



আপনার মূল্যবান মতামত দিন: