ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

৮ আগস্ট পাকিস্তানে ভেঙে দেওয়া হবে পার্লামেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ July ২০২৩ ২২:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ July ২০২৩ ২২:৫৭

পাকিস্তানে বর্তমান জাতীয় সংসদের পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ আগামী ১২ আগস্ট মধ্যরাতে শেষ হবে। পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দুই অংশীদার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আগামী ৮ আগস্ট দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

বিধানসভা ভেঙে দেওয়ার জন্য ৯ ও ১০ আগস্টের কথা আলোচনায় এলেও বাধা এড়াতে ৮ আগস্ট সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ আগস্ট মধ্যরাতে বর্তমান জাতীয় পরিষদের পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ শেষ হবে।

জাতীয় পরিষদ ভেঙে গেলে ফেডারেল সরকারের একটি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কয়েক দিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র : জিও নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: