ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করে আবারো প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ২০:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ২০:৪৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর রাজনীতিতে অংশ না নিতে নিষেধাজ্ঞা জারি করে প্রজ্ঞাপন দিয়েছিল কর্তৃপক্ষ। এর আড়াই বছরের মাথায় আবারো একই প্রজ্ঞাপন জারি করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ফোরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ক্যাম্পাসের ভেতরে কিংবা বাহিরে শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।

সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বুয়েটের বর্তমান দুই শিক্ষার্থী স্থান পেয়েছেন। এর মাধ্যমে আবারো বুয়েটে ছাত্ররাজনীতি প্রবেশ করতে পারে- এমন আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। ঠিক সেই সময়ে শিক্ষার্থীদের সতর্ক করে প্রজ্ঞাপন জারি করল বুয়েট।



আপনার মূল্যবান মতামত দিন: