ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এসিড বিক্রি নিষিদ্ধ হচ্ছে!

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৭ ১৮:৫৯

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৭ ১৮:৫৯

ব্রিটেনে ১৮ বছরের বয়সের নিচে কোনো নাগরিকের কাছে এসিড বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। শিগগিরই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী আম্বার রুডের বরাত দিয়ে মঙ্গলবার বিকেলে এই খবর প্রকাশ করেছে বিবিসি।

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন শহরে এসিড হামলার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রুড বলেন, যত্রতত্র যেন সালফিউরিক এসিডের মতো মারত্মক এসিডগুলো যেনো বিক্রি না হয় সে দিকে নরজ রাখা হবে।কারণ এই এসিড দিয়ে সহিংস হামলার ঘটনাগুলো ঘটানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: