
গতবারের মতো এ বছরও রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন সুইজারল্যান্ডের নাগরিক জ্যাকস ডুবোচেট, জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়াশিম ফ্র্যাংক এবং ব্রিটিশ নাগরিক রিচার্ড হেন্ডারসন। বুধবার (৪ অক্টোবর) স্টকহোমে রয়েন সুইডিশ একাডেমি অব সায়েন্স আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। ১৯০১ সাল থেকে রসায়নে নোবেল পাওয়ার সম্মান অর্জনকারী ১৭৫ জনের তালিকায় যুক্ত হলেন এ তিন গবেষক।
আপনার মূল্যবান মতামত দিন: