
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে চট্টগ্রাম মহাসড়ক, সাভারের আমিনবাজারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আত্মরক্ষামূলক সব প্রস্তুতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে।
প্রিজনভ্যান, এপিসি, জলকামানসহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও রয়েছে তাদের।
শনিবার (২৯ জুলাই) সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সাভার মডেল থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, আমরা সব বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনে বিএনপি কিংবা আওয়ামী লীগকে অনুমতি দেওয়া হয়নি বলে শুক্রবার রাতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আপনার মূল্যবান মতামত দিন: