ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে নিরাপত্তা বাহিনীর ভবনে ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩ ২২:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩ ২২:৫৪

রুশ সেনাবাহিনী শুক্রবার (২৯ জুলাই) ইউক্রেনের শহর দিপ্রোর নিরাপত্তা বাহিনীর একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলা সম্পর্কে নিশ্চিত করেছেন।

টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে শুক্রবার সকালে একটি বহুতল ভবন ও নিরাপত্তা বাহিনীর একটি ভবন ধ্বংস করে দেয়। এটিকে তিনি রাশিয়ার ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, অভ্যন্তরীণ মন্ত্রণালয়, জরুরি সেবা বিভাগ এবং সামরিক বিভাগের আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।

এই হামলার জবাব দেওয়া হবে জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়াকে শাস্তি দিতে আমরা প্রয়োজনীয় সবকিছু করব।আমাদের জনগণের ওপর চালানো প্রতিটি সন্ত্রাসী হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

সূত্র: ইউক্রেনিস্কা প্রাভদা



আপনার মূল্যবান মতামত দিন: