
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ পরিকল্পনার কিছু গোপন সামরিক নথি হ্যাক করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। ওই নথিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার পরিকল্পনাও ছিল বলে বিবিসির খবরে বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা রি চিওল হেইল বলেন, গোপন নথি তার দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে চুরি করা হয়।
এদিকে উত্তর কোরিয়া দাবি করেছে, দক্ষিণ কোরিয়া তথ্য চুরিব বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। তারা সেই ঘটনাটিকে মিথ্যা প্রমাণেরও চেষ্ঠা করে যাচ্ছে।
সত্যিকথা হলো, কিছু প্রশিক্ষিত হ্যাকার বাহিনী চীনসহ অন্যান্য দেশে আছে। তারা এর আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: