
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
রবিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি মোড় থেকে শতাধিক ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের (শেখা হাসিনা ও বেগম খালেদা জিয়া) আবাসিক শিক্ষার্থী। তাঁদের দাবি, অবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হোক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের দাবি কর্মচারী নিয়োগ নিয়ে ইউজিসির সঙ্গে জটিলতার কারণে হল খুলে দিতে পারছেন না
প্রসঙ্গত, এর আগে গত ২৩ জুলাই নতুন হলে আসনের দাবিতে শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন উপাচার্যের বাসভবনের সামনে। তখন প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যান। কিন্তু এক সপ্তাহ পার হলেও প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তাদেরকে।
আপনার মূল্যবান মতামত দিন: