odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫

চবিতে ৩৫ তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৬:৩১

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৬:৩১

২০২৩-২৪ অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে ৩৫ তম সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ। যা গতবছরের বাজেটের তুলনায় ২২ কোটি ৯৪ লাখ টাকা বেশি।

বরাবরের মত এবারও বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন ভাতা খাতে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫১ কোটি ২৫ লাখ টাকা। গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ১০ শতাংশ। পণ্য ও সেবা বাবদ সহায়তা হিসেবে ৪৮ কোটি ২৩ লাখ টাকা, যা মোট বাজেটের ১২ দশমিক ৬১ শতাংশ। গত অর্থবছরে ছিল ৬ কোটি ৯০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৭১ শতাংশ। এছাড়া পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা, যা মোট বাজেটের ১৫ দশমিক ৩৮ শতাংশ।

৬৪২ কোটি ৮৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেটের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৬ কোটি ৯২ লাখ টাকা ঘাটতি দেখানো হয়েছে।

সিনেট সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার বাজেট প্রণয়ন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম চৌধুরী, উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: