
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক,বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বেদনাক্লিষ্ট স্মৃতির প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।
আজ শনিবার সকাল ১০ টায় পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধানমন্ডি সাত মসজিদ রোডের আবাহনী মাঠে অবস্থিত শহীদ শেখ কামাল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্ব স্ব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও শহীদ শেখ কামালের বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্নার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: