
মক্কায় ক্রেন দুর্ঘটনার শিকার কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। গতকাল রোববার মক্কার একটি আদালত এমন নির্দেশ দিয়েছে।
আদালতের বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, প্রাকৃতিক কারণে এ দুর্ঘটনা ঘটায় এখানে কোনো মানুষের হাত নেই। তাই, দুর্ঘটনায় আহত, নিহত কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। এমনকি মসজিদের যে ক্ষতি হয়েছে তারও কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।
মামলার বিচারক বলেন, আবহাওয়া অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন অধ্যয়নের সঙ্গে কারিগরি, প্রকৌশল, যান্ত্রিক এবং ভূতাত্ত্বিক প্রতিবেদন পর্যবেক্ষণের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: