
কংগ্রেস প্রতিনিধিদলটি এমন সময় বাংলাদেশ সফর করছে যখন এ দেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তহবিল ঘাটতির কারণে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু দৈনিক বরাদ্দ ৩০ টাকার নিচে নেমে আসার কথা সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে বলেছেন। এ ছাড়া রোহিঙ্গা নিপীড়নকে যুক্তরাষ্ট্র ‘জেনোসাইড’ হিসেবে ঘোষণা করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কংগ্রেস প্রতিনিধিদলে দুজন কংগ্রেস সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রয়েছেন।
কংগ্রেস সদস্যরা হলেন ডেমোক্রেটিক পার্টির এড কেইস এবং রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাককরমিক। তাঁদের একজন গতকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছেন। অন্যজন আজ রবিবার ভোরে ঢাকায় পৌঁছবেন। চার দিনের সফরের শুরুতে আজ দুপুরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলের সদস্যদের বৈঠক হতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: