ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে তিনি সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।সের্গেই লাভরভ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইয়ে সই করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: