ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

১৩ দিনের সফর শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩৪

১৩ দিনের ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইনস লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করেন। উড়োজাহাজটি সিঙ্গাপুরের সময় বিকেল ৪টা ২২ মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে রাষ্ট্রপতি ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়েন।

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৫-৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন, ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং সাইডলাইনে অন্যান্য কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন।



আপনার মূল্যবান মতামত দিন: