odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

বাংলাদেশে দীর্ঘ মেয়াদে কাজ করতে চায় এয়ারবাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ October ২০২৩ ২১:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ October ২০২৩ ২১:৩৯

ইউরোপীয় বৃহৎ বিমান কোম্পানি এয়ারবাস বাংলাদেশে দীর্ঘ মেয়াদে কাজ করতে চায়। মূলত আন্তঃইউরোপীয় কোম্পানিসমুহের একটি কনসোর্টিয়াম এই বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শিগগিরই বাংলাদেশের জাতীয় এয়ারলাইন্স- বাংলাদেশ বিমানে’র বহরে ১০টি সুপরিসর বিমান যুক্ত করতে যাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশী সাংবাদিকদের একটি দল ফ্রান্সের তুলুজ শহরে এয়ারবাসের সদর দপ্তর পরিদর্শনকালে বাংলাদেশে এয়ারবাসের চিফ রিপ্রেজেন্টেটিভ মোরাদ বোরো-ফালা বলেছেন, “আমরা বাংলাদেশে বিমান চলাচল খাতে অভূতপূর্ব সম্ভাবনা দেখতে পাচ্ছি।”

এয়ারবাস প্রতিনিধি বলেন, বাংলাদেশের বিমান চলাচল খাতের বাজার এখনও পুরোপুরি সদ্ব্যবহার করা হয়নি। তাই তাদের কোম্পানি এদেশে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশের  ভিশন ২০৪১’এ বিশ্বাস করি এবং আমরা এর অংশী হতে চাই।”

সূত্র: বাসস 



আপনার মূল্যবান মতামত দিন: