ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আত্মপক্ষ সমর্থনে শ্রম আদালতে ড. ইউনূস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩ ১৬:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩ ১৬:২২

শ্রম আইন লঙ্ঘনের মামলায় আত্মপক্ষ সমর্থন করার জন্য শ্রম আদালতে এসেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর আদালত চত্বরে এসে পৌঁছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

সাংবাদিকদের আব্দুল্লাহ আল মামুন বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করতে তিনি (ড. ইউনূস) আদালতে এসেছেন।

এ মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে আছেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আইনজীবী সৈয়দ হাসান আলী।



আপনার মূল্যবান মতামত দিন: