odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৫:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৫:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রাপকদের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিতরণ করবেন। সন্ধ্যা ৬টায় তিনি পুরস্কার বিতরণ করবেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রাক্কালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন এবং চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক, দর্শক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: