ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

যৌক্তিক কারণ ছাড়া প্রশাসনে রদবদল করা হবে না : ইসি আলমগীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১৯:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১৯:৩৩

যৌক্তিক কারণ ছাড়া প্রশাসনে রদবদল করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা রদবদল  কেন করবো ?  একটা যৌক্তিক কারণ বা সুনির্দিষ্ঠ অভিযোগ থাকতে হবে। 

তিনি আরও বলেন, 'যদি যৌক্তিক কোন কারণ থাকে যে কোন অফিসার নিরপেক্ষ নন, তার আচরণে ও কাজে প্রমাণ হয়েছে, তখন বদলি করবো। যেমন জামালপুরের একজন জেলা প্রশাসককে আমরা বদলি করতে বলেছি, তাকে বদলি করা হয়েছে। সেই সময় সিডিউলও ঘোষণা হয়নি। উনি একটি অনুষ্ঠানে একজন রাজনৈতিক দলের এমপির পক্ষে কথা বলেছেন।'

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: