ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নিরপেক্ষতা দৃশ্যমান করতে টিম গঠন করছে ইসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ২২:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ২২:৪৭

দেশের জনগণের কাছে নিজেদের নিরপেক্ষতা দৃশ্যমান করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। নিরপেক্ষতা নিশ্চিত করতে এই টিম জেলা পর্যায় ও মেট্রোপলিটন এলাকায় কাজ করবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র আজ রবিবার ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠান যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং নিরপেক্ষতা যাতে জনগণের নিকট দৃশ্যমান হয় তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: