
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলে এক হাজার ৮৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল রবিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।
২৭ দলের ১৮৯৬ প্রার্থীএর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা ২৬৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি ও ১৪ দলের শরিকদের ছয়টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।
এবার নির্বাচনে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আজ সোমবার রিটার্নিং অফিসারের দপ্তর থেকে প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা।
আপনার মূল্যবান মতামত দিন: