ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচন উপলক্ষে সারাদেশে ১৩ হাজার আনসার ভিডিপি মোতায়েন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৪

নির্বাচন উপলক্ষ্যে রেল ও সড়কপথ এবং লঞ্চঘাটে জনসাধারণের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সারা দেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি.) মো. জাহিদুল ইসলাম জানান, ১৭ ডিসেম্বর, রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আনসার-ভিডিপি নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে।



আপনার মূল্যবান মতামত দিন: