ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে ২৩৫ মিলিয়ন ডলার দেবার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:০৩

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে তাদের মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রায় ২৩৫ মিলিয়ন ডলার দেবে।

ঢাকায় অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জেরেমি বুয়ার আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাতকালে এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকের পর তার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: