
আজ ২৫ ডিসেম্বর ২০২৩। আজ থেকে দুই হাজার তেইশ বছর আগে এই দিনে বেথলেহেমে যিশু নামে একজন মহাপুরুষের জন্ম হয়েছিল। খ্রিস্টান ধর্মমতে তিনি ছিলেন ইশ্বরের পুত্র এবং ইশ্বরের ইচ্ছায় তিনি এসেছিলেন পাপ, অনাচার আর হানাহানি দূর করে পৃথিবীকে শান্তিময় করতে। বহুজন তাঁর দেখানো পথে এসেছিলেন।
কিন্তু কিছু ইশ্বরবিদ্বেষী শক্তিমান মানুষনামী দুরাচারীর হাতে তিনি অবর্ণনীয় কষ্ট ও যাতনা ভোগ করেন। তাঁকে তারা সর্বোচ্চ যন্ত্রণা দেয়ার লক্ষ্যে ক্রুশবিদ্ধ পর্যন্ত করে। কিন্তু বিনিময়ে তিনি তাদের কাউকেই অভিশাপ দেননি, বরং সেই পথভ্রষ্টদের সুপথে আনতে এবং তাদেরকে ক্ষমা করে দিতে তিনি ইশ্বরের কৃপা ভিক্ষা করেছেন। তিনি যাতে ক্রুশের সুতীব্র যন্ত্রণা আর ভোগ না করেন সেজন্য ইশ্বর তাঁর রক্তাক্ত আহত পুত্রকে ক্রুশ থেকে আকাশে তুলে নিয়ে যান। মানুষের জন্য তিনি যে পবিত্র ধর্মগ্রন্থটি রেখে যান সেটির নাম 'বাইবেল'।
ইসলাম ধর্মমতেও এই পবিত্র মহাপুরুষকে হযরত ঈসা (আ.) নামে মুসলমানদের অন্যতম একজন নবী হিসেবে গণ্য করা হয়। মুসলমানদের কাছেও তিনি পাপে নিমগ্ন মানুষকে হেদায়েতের জন্য মহান আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন এবং তাঁর পবিত্র গ্রন্থটির নাম 'ইঞ্জিল', যা অন্যতম একটি আসমানি কিতাব।
আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িকতার আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদের খ্রিস্টান ধর্মাবলম্বী সব সদস্য ও শুভানুধ্যায়ী এবং সেই সাথে দেশবাসীকে পরিষদের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটি ও দেশ-বিদেশের সকল শাখা কমিটিগুলোর পক্ষ থেকে বড়দিনের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর সবার নিজ নিজ দেশ ও পরিবারে শান্তি নেমে আসুক।
আপনার মূল্যবান মতামত দিন: